• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নাশকতা মামলায় র‌্যাবের হাতে গ্রেপ্তার ৩৩৪


নিজস্ব প্রতিবেদক  জুলাই ২৯, ২০২৪, ১১:৫৬ এএম
নাশকতা মামলায় র‌্যাবের হাতে গ্রেপ্তার ৩৩৪

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত সারা দেশে ৩৩৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এর মধ্যে ঢাকায় ৮৩ জন ও ঢাকার বাইরে ২৫১ জনকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৯ জুলাই) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ছয়জন এবং ঢাকার বাইরে ২৪ জন।

তিনি বলেন, নাশকতা, সহিংসতা ও অগ্নিসংযোগের অভিযোগে এখন পর্যন্ত সারা দেশে মোট ৩৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ঢাকায় ৮৩ জন ও ঢাকার বাইরে ২৫১ জনকে গ্রেপ্তার করা হয়।

এমএস

Wordbridge School
Link copied!