• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
ডিবি

সমন্বয়কারীদের শিগগিরই পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হবে


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৯, ২০২৪, ০৩:১৮ পিএম
সমন্বয়কারীদের শিগগিরই পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হবে

ঢাকা : ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক ছয়জনকে খুব শিগগিরই পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হবে।

সোমবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ এ তথ্য জানান।

এসময় ডিবি হেফাজতে মোট ছয়জন সমন্বয়ক আছেন বলেও জানান ডিবিপ্রধান।

এর আগে এক ফেসবুক পোস্টে হারুন অর রশীদ লিখেছিলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সাথে কথা বললাম। কি কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে! ওদের কথা শুনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের নানা পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপি বদ্ধপরিকর।’  

এমটিআই/আইএ

Wordbridge School
Link copied!