• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সহিংসতায় নিহতদের সংখ্যা বেড়ে ১৫০


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৯, ২০২৪, ০৪:১৪ পিএম
সহিংসতায় নিহতদের সংখ্যা বেড়ে ১৫০

ঢাকা: কোটা আন্দোলন ঘিরে দেশজুড়ে সহিংসতায় সরকারি হিসেবে নিহতের সংখ্যা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে। সোমবার (২৯ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল এ ঘটনায় ১৪৭ জনের মৃত্যুর কথা জানিয়েছিলেন। তারপর আরও তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অর্থাৎ এ ঘটনায় নিহতের সংখ্যা এখন ১৫০ জন।

এর আগে রোববার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক কোটাবিরোধী আন্দোলনে সংহিসংতার দেশজুড়ে ১৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছে। 

মন্ত্রী আরো বলেন, মৃতের সংখ্যা নির্ণয়ে আরও অনুসন্ধান চলছে। নিহতদের মধ্যে কতজন নারী, কতজন পুরুষ কিংবা কোন পেশার মানুষ কতজন- সেটি নির্ধারণের কার্যক্রমও চলছে।পরবর্তীতের যাচাই-বাছাই করে নতুন তালিকা প্রকাশ করা হবে।  

আইএ

Wordbridge School
Link copied!