• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

পশ্চাৎপদ জনগোষ্ঠীসহ সবার জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩০, ২০২৪, ১০:৫৩ এএম
পশ্চাৎপদ জনগোষ্ঠীসহ সবার জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি

ঢাকা : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ‘সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার পাশাপাশি সব ধর্মের মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে।’

সোমবার (২৯ জুলাই) বঙ্গভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুরের নেতৃত্ব একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তিনি। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব ব্রিফ করেন।

রাষ্ট্রপ্রধান বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সব ধর্মের মানুষ অত্যন্ত সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছে এবং নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছে।’

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সব ধর্মের মানুষের অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সাক্ষাৎকালে তারা শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী ও প্রেস সচিব মো. জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন।

এমটিআই

Wordbridge School
Link copied!