• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হারুনকে বদলি, নতুন ডিবিপ্রধান আশরাফুজ্জামান


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩১, ২০২৪, ০৮:৩৪ পিএম
হারুনকে বদলি, নতুন ডিবিপ্রধান আশরাফুজ্জামান

হারুন অর রশীদ ও মহা. আশরাফুজ্জামান। ফাইল ছবি:

ঢাকা: অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদকে ডিবি থেকে বদলি করা হয়েছে। তার স্থলে নতুন ডিবিপ্রধান হয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান।তিনি ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট বিভাগে দায়িত্বরত ছিলেন।

বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে জানানো হয়, ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে নিয়োগ পেয়েছেন।

একই প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিনকে ক্রাইম অ্যান্ড অপারেশনস থেকে ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টে এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামানকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট থেকে ডিবিতে বদলি করা হয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!