• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সহিংসতায় গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩, ২০২৪, ০৪:২১ পিএম
সহিংসতায় গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শনিবার (৩ আগস্ট) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমন (১৭) নামের ওই কিশোর মারা যান। 

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনচার্জ মো. বাচ্চু মিয়া।  

জানা গেছে, গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা নতুনবাজার এলাকায় গুলিবিদ্ধ হন ইমন।গুরুতর অবস্থায় তাকে ওইদিনই ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। নিহত এই কিশোর কুমিল্লার মুরাদনগর উপজেলার চোনপুর গ্রামের সেলিম আলীর ছেলে।

ইমনের বড় বোন তাহমিনা জানান, গত ১৯ জুলাই সকালে বাসা থেকে তার কর্মস্থল যাওয়ার পথে, নতুন বাজার এলাকায় সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয় ইমন। গুলি তার পেটের এক পাশ দিয়ে বিদ্ধ হয়ে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়।  

ভাটারা নতুন বাজার এলাকায় একটি ভাতের হোটেলে চাকরি করতেন তিনি। সেখানেই তিনি থাকতেন তিনি।

সূত্র: বিবিসি বাংলা

Wordbridge School
Link copied!