ঢাকা : রোববার (৪ আগস্ট) থেকে আবারও বন্ধ থাকবে ট্রেন চলাচল। দুই দিন স্বপ্ল দূরত্বে ট্রেন চলাচল করার পর বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।
শনিবার (৩ আগস্ট) এক চিঠিতে এই তথ্য জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। তাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়, অনিবার্য কারণবশত রোববার (৪ আগস্ট) সব ট্রেন বন্ধ ঘোষণা করা হল।
এর আগে ১৬ জুলাই ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী, ময়মনসিংহ ও রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করে কোটা আন্দোলনকারীরা। পরে পরিস্থিতি অবনতি ঘটায় ১৮ জুলাই থেকে প্রায় সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়।
প্রায় ১৩ দিন ট্রেন বন্ধ থাকার পর মঙ্গলবার (৩০ জুলাই) রেল মন্ত্রণালয়ের জরুরি সভায় বৃহস্পতিবার (১ আগস্ট) স্বল্প দুরত্বে ট্রেন চলাচল শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
এমটিআই
আপনার মতামত লিখুন :