ঢাকা: দেশে একটি অন্তবর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (৫ আগস্ট) বিকেল পৌনে চারটার দিকে জাতির উদ্দেশে ভাষণে একথা বলেন তিনি।
সেনাপ্রধান বলেন, আমরা সব অবিচারের-সকল হত্যাকাণ্ডে বিচার করবো। আপনারা ধৈর্য ধারণ করেন। আমাকে সাহায্য করেন। আপনাদের সকল দাবি পূরণ করা হবে।
তিনি আরো বলেন, দেশের সকল রাজনৈতিক দলের নেতাদের সাথে আলোচনা হয়েছে। তারা আমার ডাকে এখানে এসেছিলেন। আমরা এখন রাষ্ট্রপতির কাছে যাবো এবং একটি আন্তবর্তীকালীন সরকার ব্যবস্থা নিয়ে তার সঙ্গে আলোচনা করবো।
এসময় শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে জানান তিনি।
আইএ
আপনার মতামত লিখুন :