ঢাকা: প্রধান বিচারপতি বাসভবনে ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। সোমবার (৫ আগস্ট) বিকেলে ৫টার দিকে বেশ কিছু মানুষ দেয়াল টপকে ১৯ হেয়ার রোডে অবস্থিত প্রধান বিচারপতির বাসভবনে ঢুকছিলেন। ভেতর থেকে চিৎকার, হইহুল্লোড় ও ভাঙচুরের শব্দ শোনা যাচ্ছিল।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পৌনে পাঁচটার দিকে একদল মানুষ বাসভবনের ভেতরে ঢুকে পড়েন। তখন নিরাপত্তা রক্ষী ছিলেন না। বাসভবন ভাংচুরের পাশাপাশি বাসভবনে থাকা বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগ ছিল বিচ্ছিন্ন। এর কিছুক্ষণ আগে প্রধান বিচারপতি বাসভবন থেকে বের হন।
আইএ