ঢাকা: পদত্যাগের পর বাংলাদেশ থেকে হেলিকপ্টার যোগে ভারতের দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেস বা ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে পৌঁছেছেন শেখ হাসিনা। একটি সূত্রের বরাক দিয়ে এ খবর জানিয়েছে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা।
জানা গেছে,, হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি। তাই তার পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। একটি সূত্রের দাবি, ভারতে কিছু ক্ষণের জন্য থেকে ব্রিটেনের রাজধানী লন্ডনের উদ্দেশে রওনা দেবেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী।
গণবিক্ষোভের জেরে শুধু প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়াই নয়, বাংলাদেশও ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। সোমবার দুপুরে বোন রেহানাকে নিয়ে ঢাকার বাসভবন তথা ‘গণভবন’ ছাড়েন তিনি। তাকে কপ্টারে করে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ের উদ্দেশে। কপ্টারটি উড়িয়ে নিয়ে যান এয়ার কম্যান্ডার আব্বাস।
আইএ