• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভাষণ দেবেন রাষ্ট্রপতি, জানাবেন ‘অন্তবর্তী সরকারের রূপরেখা’


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৫, ২০২৪, ১০:০৪ পিএম
ভাষণ দেবেন রাষ্ট্রপতি, জানাবেন ‘অন্তবর্তী সরকারের রূপরেখা’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঢাকা : শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর অন্তর্বর্তী সরকার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (৫ আগস্ট) রাতে বঙ্গভবনে ওই বৈঠকের পর ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের চেয়ারম্যান মাওলানা ফজলুল করিম বলেন, আজই কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মহামান্য রাষ্ট্রপতি। অন্তবর্তী সরকারের রূপরেখা ঘোষণা করবেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, এ বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছাত্র নেতৃবৃন্দ ছিলেন। সেখানে খোলামেলা আলোচনা হয়েছে। আমরা কী করতে চাই, যৌথ সরকার কীভাবে করা যায় সব নিয়ে আলোচনা হয়েছে।

রাত ১০টার মধ্যে রাষ্ট্রপতির ভাষণ প্রচার করা হবে জানিয়ে মাওলানা ফজলুল করিম বলেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই, আপনা শান্ত হোন। আপনার রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্ট করবেন না। থানায় আঘাত করবেন না।

এমটিআই

Wordbridge School
Link copied!