• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে নয়াদিল্লি গেলেন ২০৫ যাত্রী


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৭, ২০২৪, ০১:২২ পিএম
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে নয়াদিল্লি গেলেন ২০৫ যাত্রী

ঢাকা : চালু হয়েছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। ভারতের বিমান পরিষেবা সংস্থার ফ্লাইট চলাচল বাংলাদেশে কয়েকদিন বন্ধ ছিল। বুধবার রাজধানীর শাহজালাল বিমানবন্দর দিয়ে নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করেছে ফ্লাইট। এতে যাত্রী ছিল ২০৫ জন। খবর টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডের।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে ২০৫ যাত্রীর মধ্যে ১৯৯ জন প্রাপ্তবয়স্ক এবং ছয়জন শিশু।
 
এয়ার ইন্ডিয়ার সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালের দিকে ঢাকা থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে যাওয়া সেই ফ্লাইটটি ছিল বিশেষ চার্টার ফ্লাইট।

বিমান পরিষেবা সংস্থাটির এক কর্মকর্তা বলেন, বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি শান্ত হওয়ার আগ পর্যন্ত আমরা ঢাকা-দিল্লি আপডাউন ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। বিশেষ বিবেচনায় এবং সংক্ষিপ্ত নোটিশের ভিত্তিতে আজকের ফ্লাইটটি পরিচালিত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার থেকে ঢাকা-দিল্লিগামী আপডাউন ফ্লাইট চালু করছে ভারতের অপর দুই বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এবং ভিস্তারা। কোম্পানি দু’টির কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত বাতিল হওয়া শিডিউল ফ্লাইটগুলো পরিচালনা করা হবে।

৩ বিমান পরিষেবা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকার পরিস্থিতি অস্থিতিশীল থাকায় গত কয়েক দিন ঢাকা-নয়াদিল্লিসহ অন্যান্য রুটে বিমান চলাচল বন্ধ রেখেছিল এয়ার ইন্ডিয়া। তবে পরিস্থিতি স্থিতিশীলতার দিকে এগোতে থাকায় ফের ফ্লাইট চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এমটিআই

Wordbridge School
Link copied!