• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

দ্রুত থানার কার্যক্রম ও সেবা শুরু করবে পুলিশ


নিজস্ব প্রতিবেদক  আগস্ট ৭, ২০২৪, ০২:৩০ পিএম
দ্রুত থানার কার্যক্রম ও সেবা শুরু করবে পুলিশ

ঢাকা: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ব্যাপক প্রাণহানির ঘটনায় বর্তমান পরিস্থিতিতে দেশের থানাগুলোতে কোনো পুলিশ সদস্য নেই। এর ফলে কার্যক্রম ও সেবা ব্যাহত হচ্ছে। তবে আশার আলো শোনালেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন নতুন সভাপতি মো. আব্দুল্লাহেল বাকী।

তিনি জানান, বর্তমান পরিস্থিতি মোকাবিলা করে দ্রুত সময়ের মধ্যে থানা ও পুলিশের কার্যক্রম শুরু করে জনগণের সেবায় কাজ করবে।

বুধবার (৭ আগস্ট) সকালে নয়াপল্টনে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

আব্দুল্লাহেল বাকী বলেন, পুলিশ ২৪ ঘণ্টা জনসাধারণের সেবায় নিযুক্ত। পুলিশ কখনো কর্মবিরতিতে যেতে পারে না।

এর আগে লিখিত বক্তব্যে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন নতুন সভাপতি বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর থেকে দেশব্যাপী নির্যাতিত জনমানুষের ক্ষোভে পুলিশের অনেক স্থাপনা আজ ক্ষতিগ্রস্ত। সংঘাতে বহু পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছেন। যেসব পুলিশ সদস্য শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ হিসেবে পুলিশ বাহিনীকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে তারা প্রায় সবাই আজ গা ঢাকা দিয়ে আছে। নিরীহ, নিগৃহীত সাধারণ পুলিশ সদস্যদের জীবন আজ বিপন্ন। এই ক্রান্তিলগ্নে আমরা বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সদস্যরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে বিবেকের তাড়নায় তাড়িত হয়ে ঢাকায় অবস্থানরত বেশকিছু সংখ্যক সদস্যরা সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে এক জরুরি বৈঠকে মিলিত হই। সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বহু চেষ্টা করেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি। 

এ সময় সংগঠনের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক দাউদ হোসেনসহ অন্যান্য উপস্থিত ছিলেন।

এমএস

Wordbridge School
Link copied!