• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সচিবালয়ে অফিস শুরু করলেন আসিফ নজরুল


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১০, ২০২৪, ১১:১৯ এএম
সচিবালয়ে অফিস শুরু করলেন আসিফ নজরুল

ঢাকা : দায়িত্ব গ্রহণের পরদিনই অফিস করছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১০ আগস্ট) সকালেই সচিবালয়ে আসেন তিনি। এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা আসিফ নজরুলকে অভ্যর্থনা জানান।

সকালে সচিবালয়ে আসার পরই আইন ও বিচার বিভাগের সচিবের সঙ্গে বৈঠকে বসেন উপদেষ্টা আসিফ নজরুল।

এদিকে আইন উপদেষ্টা আসার কথা জানার পর সকাল থেকেই মন্ত্রণালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়। কক্ষের সামনে নাম ফলকে বসানো হয়েছে কাগজে টাইপ করা উপদেষ্টার নাম।

শুক্রবার (৯ আগস্ট) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করা হয়। এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) শপথ নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।

এমটিআই

Wordbridge School
Link copied!