• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১০, ২০২৪, ১২:১২ পিএম
প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

ঢাকা : প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন আইনজীবীরা।

শনিবার (১০ আগস্ট) সকাল ১০টা ২০ মিনিট থেকে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়।

এর আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ।

শনিবার (১০ আগস্ট) সকাল ৯টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি।

এর পরপরই বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।

এমটিআই

Wordbridge School
Link copied!