• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা হচ্ছে: ধর্ম উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১০, ২০২৪, ০৭:১৭ পিএম
ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা হচ্ছে: ধর্ম উপদেষ্টা

ঢাকা: ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায় নানাভাবে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তাদের মন্দির, উপাসনালয়, ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে এক শ্রেণির দুর্বৃত্তরা লুট ও নৈরাজ্য সৃষ্টি করে সরকারকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। আবার এ-সংক্রান্ত কিছু গুজব প্রচারের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে তারা।

শনিবার (১০ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ে তার অফিসে এসব কথা বলেন তিনি।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সংখ্যালঘুদের ওপর এ ধরনের সহিংসতা ও হামলা অত্যন্ত নিন্দনীয়, গর্হিত কাজ, যা দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা।

বিগত এক মাস ধরে অনেক মাদরাসা শিক্ষার্থীসহ ছাত্র-জনতা রাত জেগে সংখ্যালঘুদের উপাসনালয় ও বাড়ি-ঘর পাহারায় নিয়োজিত রয়েছেন। আমরা আশা করি, আগামীতেও তারা এভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় পাশে থাকবেন।

আইএ

Wordbridge School
Link copied!