Menu
ছবি : সংগৃহীত
ঢাকা: ছয় দিন পর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে ফিরেছে পুলিশ। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে দায়িত্ব পালন করতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর মৌচাক, মগবাজার, বাংলামোটর , ফার্মগেট বিভিন্ন জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন পুলিশ। অনেক জায়গায় পুলিশের সাথে শিক্ষার্থীদের কাজ করতেও দেখা যায়।
রোববার (১১ আগস্ট) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের প্রতিনিধিদলের বৈঠক হয়।স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ১১ দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা। ওই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে বেশকিছু দাবিতে গত ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT