Menu
ফাইল ছবি
ঢাকা: আজ থেকে শুরু ট্রেনের টিকিট বিক্রি। চলাচল শুরু হয়েছে মালবাহী ট্রেনের। সোমবার (১২ আগস্ট) সকাল কমলাপুর রেলস্টেশন থেকে চলাচল শুরু করে।
এর আগে রবিবার (১১ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে জানানো হয়, মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে থেকে স্বল্প দূরত্বে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হবে। আর বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে চলবে আন্তঃনগর ট্রেনগুলো। এ লক্ষ্যে এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার মধ্যে গত ১৮ জুলাই থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ করা হয়েছিল। ১৯ জুলাই সারাদেশে কারফিউ দেওয়ার পর থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। পরে কারফিউ শিথিল করার পর ১-৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করেছিল। ৪ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT