ঢাকা : এডহক চিকিৎসকদের চাপের মুখে একদিন পরই শতাধিক অবৈধ পদায়ন বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের নির্দেশনা চেয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়েও আবেদন পাঠিয়েছে অধিদপ্তর।
গত রবিবার স্বাস্থ্যখাতে সিনিয়র স্কেল ক্যাডার (৬ষ্ঠ গ্রেড) পদে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে পদায়িত শতাধিক অ্যাডহক ও প্রকল্পভুক্ত চিকিৎসকদের পদায়ন বাতিলের প্রজ্ঞাপন জারি করে অধিদপ্তর। এসব পদে বিধি মোতাবেক ক্যাডার কর্মকর্তাদের পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এর একদিন পর সোমবার অ্যাডহক ও প্রকল্পভুক্ত চিকিৎসকেরা অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওই সিদ্ধান্ত বাতিলের চাপ দিলে পরে রাতে আগের দিন ঘোষিত প্রজ্ঞাপন স্থগিত করে পুনরায় প্রজ্ঞাপন জারি করে অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. হারুন-অর-রশীদ স্বাক্ষরিত নতুন প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
নতুন প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের ১১ আগস্ট জারিকৃত প্রজ্ঞাপনটি স্থগিত করে পরবর্তী নির্দেশনার জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হলো।
এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম গণমাধ্যমকে বলেন, আমি এখন উভয় চাপের মধ্যে পড়েছি। একদিকে ক্যাডার অন্যদিকে অ্যাডহকরা। সুষ্ঠু সমাধান পেতে বিষয়টি মন্ত্রণালয়ের পাঠিয়েছি। আগের দিনের প্রজ্ঞাপন প্রকাশের আগে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো।
এই কর্মকর্তা আরও বলেন, অ্যাডহকরা ১৫/১৬ বছর ধরে একই জায়গায়। অন্যদিকে পদোন্নতি দেওয়ার পর ক্যাডাররা যে মামলা করেছে সেটি পিএসসি পর্যন্ত পৌঁছেছে। তাদেরও একটা সিদ্ধান্তের ব্যাপার রয়েছে। জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের মতামতের বিষয়ও আছে। কোন প্রক্রিয়ায় অ্যাডহকদের জ্যেষ্ঠতা দেওয়া হবে সেটিই বড় বিষয়। তাই মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে রবিবারের প্রজ্ঞাপনে বলা হয়, ডেপুটি সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিনিয়র সাইন্টিফিক অফিসার, জুনিয়র লেকচারার, আবাসিক সার্জন, আবাসিক মেডিকেল অফিসার (৬ষ্ঠ গ্রেড), আবাসিক চিকিৎসক, সিনিয়র স্টোর অফিসার, কিউরেটর, সিনিয়র ক্লিনিক্যাল প্যাথলজিস্ট, প্রিন্সিপাল মেডিকেল ফিজিসিস্ট, সিনিয়র লেকচারার ফিজিওথেরাপি, সুপারিন্টেনডেন্ট (৬ষ্ঠ গ্রেড) ও সহকারী পরিচালক (৬ষ্ঠ গ্রেড) তথা স্বাস্থ্য বিভাগের সিনিয়র স্কেল ক্যাডার পদে ক্যাডার কর্মকর্তাবৃন্দকে বিধি মোতাবেক পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসব পদে ভারপ্রাপ্ত বা চলতি দায়িত্ব হিসেবে পদায়িত অ্যাডহক ও প্রকল্পভুক্ত (পরবর্তীতে এনক্যাডারকৃত) চিকিৎসক কর্মকর্তাদের বদলি করে জ্যেষ্ঠতার ভিত্তিতে ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি প্রাপ্ত ক্যাডার কর্মকর্তা পদায়নের মাধ্যমে উক্ত পদগুলো পূরণ করা হবে।
এমতাবস্থায়, বিভিন্ন স্মারকে অ্যাডহক, এনক্যাডার, নন ক্যাডার ও প্রকল্পে নিয়োগকৃত চিকিৎসক কর্মকর্তাগণকে ওপরে উল্লিখিত পদসমূহে বিভিন্ন সময়ে জারিকৃত পদায়ন আদেশ বাতিল করে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হলো। শিগগিরই এই আদেশ কার্যকর হবে।রবিবার দেওয়া এই সিদ্ধান্ত পরদিন সোমবার স্থগিত করে স্বাস্থ্য অধিদপ্তর।
এমটিআই