• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গণভবন থেকে লুট হওয়া ৮ লাখ টাকা উদ্ধার


নিজস্ব প্রতিবেদক  আগস্ট ১৩, ২০২৪, ০৩:৫৮ পিএম
গণভবন থেকে লুট হওয়া ৮ লাখ টাকা উদ্ধার

ঢাকা: গণভবন থেকে লুটপাট করে নেওয়া ৮ লাখ টাকা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর তিন রাস্তার মোড় এলাকা থেকে এ টাকা উদ্ধার করা হয়।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে এক লোক সেনাবাহিনীকে খবর দিয়ে বলে যে, তার বাসার পাশে একটি ব্যাগে আট লাখ টাকা পাওয়া গেছে। সে সময় আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, একজন গণভবন থেকে টাকাগুলো নিয়ে এসেছিল।

নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, গণভবন থেকে ৫-৬ জন ব্যক্তি একটি সিন্দুক নিয়ে যান। এরপর তাদের মধ্যে একজন কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। বাকি টাকা একজনের কাছে থেকে যায়। এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে একজন ফোন করে সেনাবাহিনীকে টাকার তথ্য দেয়। পরবর্তী সময়ে গতকাল রায়েরবাজারের একটি বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। সিন্দুকে ১৬ লাখ টাকা ছিল বলে মোবাইল ফোন করা ব্যক্তি দাবি করেছেন, জানান ওই সেনা সদস্য।

মোহাম্মদপুর এলাকায় টহল টিমের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদির গণমাধ্যমকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৮ লাখ টাকা উদ্ধার করি। বাকি টাকা উদ্ধারে চেষ্টা চলছে, এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।

এমএস

Wordbridge School
Link copied!