• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

উপসচিব পদে ১১৭ জনকে পদোন্নতি


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৪, ২০২৪, ১২:৩৭ এএম
উপসচিব পদে ১১৭ জনকে পদোন্নতি

ঢাকা : ক্ষমতার পালাবদলে প্রশাসনের সিনিয়র সহকারী সচিব মর্যাদার ১১৭ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে উপসচিব করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার অর্থ হল, পুরনো কোনো তারিখে তাদের পদোন্নতি কার্যকর ধরা হবে, সেই তারিখ থেকেই তারা নতুন পদের বেতন-ভাতা প্রাপ্য হবেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশে দেখা যায়, ওই ১১৭ কর্মকর্তার সবারই পদোন্নতি কার্যকর হবে ২০১০ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের নভেম্বরের মধ্যে বিভিন্ন তারিখে।

অর্থাৎ, আওয়ামী লীগ সরকারে ১৫ বছরে এদের সবার পদোন্নতি আটকে ছিল।

প্রবল গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর ৮ অগাস্ট নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।

এ সরকারের উপদেষ্টারা গত রোববার প্রথম কর্যদিবসে যখন দপ্ততে গেলেন, আওয়ামী লীগ সরকারের সময় ‘বঞ্চিত’ অনেক কর্মকর্তাই সেদিন তাদের কষ্টের কথা উপদেষ্টাদের শোনানোর চেষ্টা করেছেন।

পদোন্নতি পাওয়া কর্মকর্মতাদের আপাতত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।

পদোন্নতি পেলেন যারা । বিস্তারিত জানতে ক্লিক করুন...

এমটিআই

Wordbridge School
Link copied!