• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিটিআরসি চেয়ারম্যানের পদত্যাগ 


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৪, ২০২৪, ০৬:০০ পিএম
বিটিআরসি চেয়ারম্যানের পদত্যাগ 

ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। বুধবার (১৪ আগস্ট) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, আমি ২০২৩ সালের ১৪ ডিসেম্বর থেকে বিটিআরসির চেয়ারম্যান পদে কর্মরত আছি। বর্তমানে আমি অসুস্থ এবং ওই দায়িত্ব পালনে অপারগ। তাই আমি স্বেচ্ছায় বিটিআরসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলাম।  

সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলার সময় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট শাটডাউনে বিটিআরসি চেয়ারম্যানেরও সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে বিটিআরসি ও এনটিএমসি ইন্টারনেট বন্ধ করে দেয়।

আইএ

Wordbridge School
Link copied!