ঢাকা: সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাত ঢাকার ফরাসি দূতাবাসে লুকিয়ে থাকার বিষয়টি একটি মিথ্যা গুজব বলে জানিয়েছে দেশটি।
বুধবার (১৪ আগস্ট) ফ্রান্স দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
ফ্রান্স দূতাবাস জানিয়েছে, সাবেক মন্ত্রী মোহাম্মদ আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন, এমন গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে এটি সম্পূর্ণ মিথ্যা।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই সরকারের অনেক মন্ত্রী-এমপি গা ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যান। তাদের কেউ কেউ দেশ ছাড়েন বলেও খবর পাওয়া যায়। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে।
আইএ