ঢাকা: ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) আবারও বড় রদবদল করা হয়েছে। এবার একযোগে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদ মর্যাদার ১২ কর্মকর্তাকে ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে।
ডিএমপির এডিসি এনামুল হক মিঠু, রুবায়েত জামান, রফিকুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন, মির্জা সালাউদ্দিন, এস এম জাহাঙ্গীর হাসান, মোহাম্মদ শহিদুল ইসলাম, মাসুক মিয়া, কাজী মাকসুদ লিমা, বদরুজ্জামান জিল্লু, খন্দকার রবিউল আরাফাত ও ইলিয়াস হোসেনকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। এছাড়া এমপি আনার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী কমিশনার এসি মাহফুজুর রহমানকেও বদলি করা হয়েছে। এই বদলে আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এআর