• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চুক্তিভিত্তিক নিয়োগের পরদিনই সিনিয়র সচিব হলেন ৫ কর্মকর্তা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৯, ২০২৪, ০৯:৪৩ এএম
চুক্তিভিত্তিক নিয়োগের পরদিনই সিনিয়র সচিব হলেন ৫ কর্মকর্তা

ঢাকা : অবসরপ্রাপ্ত পাঁচ অতিরিক্ত সচিবকে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের এক দিনের মাথায় তাদের সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে।

রোববার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে ।

সিনিয়র সচিব পদমর্যাদা পাওয়া কর্মকর্তারা হলেন— মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব শেখ আব্দুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. এহছানুল হক, জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব নাসিমুল গনি এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব এম এ আকমল হোসেন আজাদ।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে এই পাঁচ কর্মকর্তা অতিরিক্ত সচিব হিসেবে কর্মজীবন শেষ করেছিলেন, যাদের শনিবার অন্তর্বর্তী সরকারের প্রশাসনে সচিব হিসেবে ফিরিয়ে আনা হয়। পরদিন রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তাদের সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়ার তথ্য জানাল।

এমটিআই

Wordbridge School
Link copied!