• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বন্যার্ত এলাকায় বিমানের নতুন ভাড়া নির্ধারণ


নিজস্ব প্রতিবেদক:  আগস্ট ২৪, ২০২৪, ০৪:৪১ পিএম
বন্যার্ত এলাকায় বিমানের নতুন ভাড়া নির্ধারণ

ঢাকা: দেশের চলমান ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট এবং ফিরতি ফ্লাইটে ইকোনমি ক্লাসের একমুখী ভাড়া সর্বোচ্চ ৫,৪০০ টাকা নির্ধারণ করেছে। সেই সাথে বিজনেস ক্লাসের পূর্ব নির্ধারিত সর্বনিম্ন ভাড়া যাত্রীদের সুবিধার জন্য উম্মুক্ত রাখা হয়েছে।

এদিকে বন্যা পরিস্থিতির কারণে টিকেটের মূল্যহৃাসসহ কোনো ধরনের বাড়তি টাকা ছাড়াই টিকেটের তারিখ পরিবর্তন ও রিইস্যু সেবা দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

এছাড়াও বন্যাদুর্গত এলাকায় যাত্রীরা বর্তমান অবস্থায় ভ্রমন করতে ব্যর্থ হলে পরবর্তীতে কোনো বাড়তি টাকা ছাড়াই আসন ফাঁকা থাকা সাপেক্ষে ভ্রমণ করতে পারবেন। এক্ষেত্রে যাত্রীদের যাত্রা বিলম্ব, টিকেটের তারিখ পরিবর্তন বা রি-ইস্যু করতে সংশ্লিষ্ট টিকেট ইস্যুকারী এজেন্সি, বিমানের নিকটস্থ সেলস সেন্টার বা কল সেন্টারে ১৩৬৩৬ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত যাত্রীরা কোনো ধরনের বাড়তি টাকা ছাকা এই সেবা পাবেন।

Wordbridge School
Link copied!