• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ড. ইউনূসের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৫, ২০২৪, ১২:৪১ পিএম
ড. ইউনূসের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা : অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাতের করবেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (২৫ আগস্ট) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকের কথা রয়েছে।

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সরকার পতনের প্রেক্ষাপটে বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং রাষ্ট্রের সঙ্গে নতুন করে যোগাযোগ তৈরি করছে অন্তবর্তীকালীন সরকার।

সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এবার সৌজন্য সাক্ষাত করতে যাচ্ছেন চীনা দূত।  

বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীন বৃহত্তম অংশীদার।  বেশ কিছু চলমান প্রকল্পে চীনের ঋণ রয়েছে। সবমিলিয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাৎ বেশ গুরুত্বপূর্ণই ভাবা হচ্ছে।  

এর আগে গত বুধবার (২১ আগস্ট) চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

এমটিআই

Wordbridge School
Link copied!