• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ব্যানার-ফেস্টুনে নিজের ছবি দেখে ফেসবুকে পোস্ট উপদেষ্টা আসিফের


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৫, ২০২৪, ০৩:৪১ পিএম
ব্যানার-ফেস্টুনে নিজের ছবি দেখে ফেসবুকে পোস্ট উপদেষ্টা আসিফের

ঢাকা : বিভিন্ন ব্যানার ফেস্টুনে নিজের ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া৷

পোস্টে তিনি লিখেছেন, ভালোবাসার বহিঃপ্রকাশ ছবি টানিয়ে নয়, কাজের মাধ্যমে দেখান।

শনিবার (২৪ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

যেখানে আসিফ মাহমুদ লিখেছেন, ভালোবাসার বহিঃপ্রকাশ আপনার কাজ দিয়ে দেখান। বড় বড় ছবি টানিয়ে ব্যক্তিপূজার পুরোনো সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে না।

তিনি আরও লিখেছেন, ব্যক্তিপূজা করে স্বার্থ হাসিলের সংস্কৃতির বাংলাদেশ আর নেই। স্বার্থের জন্য হোক কিংবা ভালোবেসে হোক, এ ধরনের প্র্যাকটিস বন্ধ করুন।

পোস্টের সঙ্গে বাংলাদেশ রোলার স্কেটিং কমপ্লেক্সের একটি ছবিও শেয়ার করেন তিনি৷ ছবিতে দেখা যায়, উপদেষ্টা আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়ে ব্যানার টানানো হয়েছে৷ এছাড়া ব্যানার নিয়ে বেশ কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন৷

এমটিআই

Wordbridge School
Link copied!