• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

ফারাক্কার গেট খোলায় ঝুঁকিপূর্ণ জেলার কী অবস্থা?


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৭, ২০২৪, ০২:২৯ পিএম
ফারাক্কার গেট খোলায় ঝুঁকিপূর্ণ জেলার কী অবস্থা?

ঢাকা : ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেটের সব কটি খুলে দেওয়া হলেও তেমন প্রভাব পড়েনি বাংলাদেশে। গেট খুলে দেওয়ার পর গঙ্গা নদীর বাংলাদেশ অংশে ৭ সেন্টিমিটার পানি বেড়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, গত সোমবার  পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেটের সব কটি খুলে দেওয়া হয়। এর প্রভাব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা স্থানে শঙ্কা ছড়িয়ে পড়ে। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশের উজানে গঙ্গা নদীর পানি সমতল ভারতের বিভিন্ন পয়েন্টে বর্তমানে স্থির পর্যায়ে আছে।

বাংলাদেশেও গঙ্গা নদীর পানি স্থিতিশীল আছে এবং বিপৎসীমার গড়ে দেড় থেকে দুই মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে আগামী চার থেকে পাঁচ দিনে বাংলাদেশে স্থিতিশীলভাবে বিপদমানের নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ম ইনামুল হক গণমাধ্যমকে বলেন, ‘ফারাক্কার সব কটি গেট খুলে দেওয়ায় আমাদের এখানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো শঙ্কা নেই। এটা প্রতিবারই করা হয়।’

এমটিআই

Wordbridge School
Link copied!