• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

পররাষ্ট্র স‌চি‌ব মাসুদ বিন মোমেনের চু‌ক্তিভিত্তিক নিয়োগ বা‌তিল


নিজস্ব প্রতিবেদক:  সেপ্টেম্বর ১, ২০২৪, ০৭:০১ পিএম
পররাষ্ট্র স‌চি‌ব মাসুদ বিন মোমেনের চু‌ক্তিভিত্তিক নিয়োগ বা‌তিল

ঢাকা: পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মো‌মে‌নের চু‌ক্তি‌ভি‌ত্তিক নি‌য়োগ বাতিল ক‌রে‌ছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১ সে‌প্টেম্বর) সন্ধ‌্যায় পররাষ্ট্র বিষয়ক উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন গণমাধ্যমকে এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

জানা গেছে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় দেওয়া হয়েছে। রাতের মধ্যে এবিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

মাসুদ বিন মোমেনের দুই বছরের চুক্তি শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ডিসেম্বরে।

পররাষ্ট্র বিষয়ক উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেনের সঙ্গে মাসুদ বিন মো‌মে‌ন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছিলেন পররাষ্ট্র ক্যাডারের এই চৌকস কর্মকর্তা।এর পর ২০২২ সালের ৬ ডিসেম্বর পরবর্তী দুই বছরের জন্য মাসুদ বিন মো‌মে‌নকে চু‌ক্তি‌ভি‌ত্তিক নি‌য়োগ দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার।

এর আগে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) হিসেবে ছিলেন তিনি। এরপর কয়েক ঘণ্টার জন্য ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালনের পর তাকেই ওই পদে রাখে সরকার। বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের এ কর্মকর্তা জাপান ও ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।  

আইএ

Wordbridge School
Link copied!