• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

গণঅভ্যুত্থানের একমাস উপলক্ষে ‘শহীদি মার্চ’, ছাত্র-জনতার ঢল


নিজস্ব প্রতিবেদক:  সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৪:০০ পিএম
গণঅভ্যুত্থানের একমাস উপলক্ষে ‘শহীদি মার্চ’, ছাত্র-জনতার ঢল

ঢাকা: ‘শহীদরা আমাদের শক্তি’ স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে ‘শহীদি মার্চ’ করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার পর কর্মসূচিটি শুরু হয়।

গণঅভ্যুত্থানের একমাস উপলক্ষে শহীদি মার্চে ছাত্র-জনতার ঢল নামে। 

বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ঢাকা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহীদী মার্চের কেন্দ্রস্থলে জড়ো হন।

এ সময় তেজগাঁও কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজ, নূরজাহান বেগম উচ্চ বিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইমপেরিয়াল কলেজ, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়, খিলগাঁও মাকজালুল উলুম মাদরাসাসহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিত হতে দেখা যায়। এছাড়া বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হন।

শিক্ষার্থীরা ‘আমাদের শহীদেরা, আমাদের শক্তি’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘২৪ আমাদের বিশ্বাস’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ একাধিক স্লোগান দেন।

দেখা যায়, শিক্ষার্থীরা বাংলাদেশের পতাকা উড়িয়ে আন্দোলনস্থলে যোগ দিচ্ছেন। কেউ কেউ শহীদদের ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে এসেছেন। কেউ বাংলাদেশের পতাকার সাথে উড়িয়েছেন ফিলিস্তিনের পতাকা। শিক্ষার্থীদের সাথে জড় হচ্ছেন পেশাজীবী, শ্রমিকসহ সাধারণ মানুষ। তারা বলছেন, শহীদদের স্মরণ করে নতুন বাংলাদেশ নির্মাণ করার শপথ নিয়ে তারা উপস্থিত হয়েছেন।

মার্চটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নীলক্ষেত, কলাবাগান, ধানমন্ডি-২৭, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

আইএ

Wordbridge School
Link copied!