ঢাকা : গত ৫ আগস্ট গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই সীমান্ত দিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন দলটির অনেক নেতাকর্মীও। অনেকে আবার ভারতে পালানোর সময় সীমান্তে ধরাও পড়েছেন।
অর্থাৎ আওয়ামী সরকার পতনের পর ভারতে অনুপ্রবেশ বেড়েছে বলছে দেশটির সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)। আর তাই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) অনুরোধ জানিয়েছে বিএসএফ।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য ইকনোমিক টাইমস।
প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকারের পতনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশ ঠেকাতে বিজিবিকে অনুরোধ জানিয়েছে বিএসএফ।
এক বিবৃতে বিএসএফ জানায়, গত ১২ আগস্ট থেকে, বিএসএফ-বিজিবি এবং সিমান্তের বিভিন্ন স্তরে ৭২২টি বৈঠক হয়েছে। উভয় সীমান্ত-রক্ষী বাহিনী দুই দেশের দুর্বল সীমান্তগুলোতে ১৩৬৭টি সমন্বিত টহল (এসসিপি) পরিচালনা করেছে।“
বিবৃতিতে আরও বলা হয়, এসব সীমান্ত বৈঠকের সময়, বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে অনুপ্রবেশ করা থেকে বিরত রাখতে বিজিবি কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। বিজিবি ভারতীয় নাগরিক এবং বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের নিরাপত্তার জন্য সমস্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘উভয় বাহিনীর কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগে রয়েছেন এবং বিভিন্ন অপারেশনাল বিষয়ে তথ্য আদান-প্রদান করছেন।
এমটিআই