• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১
বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্তে আর পিঠ প্রদর্শন নয়


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৭, ২০২৪, ০৪:১৪ পিএম
সীমান্তে আর পিঠ প্রদর্শন নয়

ঢাকা : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতি নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমরা সীমান্তে ফেলানীর মতো কোনো হত্যাকাণ্ড দেখতে চাই না। সীমান্তে আর পিঠ প্রদর্শন করবেন না। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব।’

শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতাকালে এ নির্দেশনা প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলন চৌধুরী বলেন, ‘দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবিকে আইন অনুযায়ী কাজ করতে হবে। তিনি এ সময় বিজিবিকে পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান।

‘ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না’ উল্লেখ করে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন।’

অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বাহিনীটির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে বিজিবির সব রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

এমটিআই

Wordbridge School
Link copied!