• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১
উপদেষ্টা হাসান আরিফ

একদলীয় ব্যবস্থা থেকে বের হতে সংবিধান সংস্কার প্রয়োজন


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৩:৫২ পিএম
একদলীয় ব্যবস্থা থেকে বের হতে সংবিধান সংস্কার প্রয়োজন

ঢাকা : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ‘একদলীয় বাকশালের মতো রাজনৈতিক ব্যবস্থা থেকে বহুদলীয় উদার গণতান্ত্রিক ব্যবস্থাপনার জন্য সংবিধান সংস্কার করতে হবে।’

রোববার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।

স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন, ‘রাষ্ট্র সংস্কারের কথা বললে প্রথমেই আসতে হবে সংবিধানের সংস্কারের কথা। সংবিধান সংশোধন করেই দেশে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল। সেখান থেকে বের হতে হলে সংবিধান সংস্কার করতে হবে।’

অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘নির্বাচনি ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে হবে। এ নিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকার হচ্ছে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফসল। এ বিষয়ে ছাত্র-জনতারও ভূমিকা আছে।’

স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, ‘দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কীভাবে সংস্কার হবে, তা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে শুরু করবে সরকার।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে উপদেষ্টা হাসান আরিফ বলেন, ‘একমাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, এটা ঠিক। জুলাইয়ের ঘটনায় পুলিশ দলীয়ভাবে নির্দেশ পালন করতে গিয়ে যে কাণ্ড ঘটিয়েছে, সেখান থেকে তারা এখনও বের হতে পারেনি। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।’

এমটিআই

Wordbridge School
Link copied!