• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

১১ পুলিশ কর্মকর্তাকে বদলি


নিজস্ব প্রতিবেদক:  সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৯:২১ পিএম
১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

ঢাকা: বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাগণ হলেন: 
উপপুলিশ মহাপরিদর্শক পুলিশ অধিদপ্তর (ঢাকা) মো. আবদুল্লাহ আল মাহমুদ, উপপুলিশ মহাপরিদর্শক পুলিশ অধিদপ্তর, (ঢাকা) মো. কামরুল আহসান, উপপুলিশ মহাপরিদর্শক হাইওয়ে পুলিশ (ঢাকা) ইমতিয়াজ আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার খুলনা মেট্রোপলিটন পুলিশ (খুলনা) আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত ডিআইজি রেঞ্জ ডিআইজির কার্যালয় (সিলেট সংযুক্ত) জেসমিন বেগম, অতিরিক্ত ডিআইজি রেঞ্জ ডিআইজির কার্যালয় (খুলনা সংযুক্ত) মো. শহিদুল্লাহ, পুলিশ সুপার রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী সংযুক্ত (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুনন্দা রায়, পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি'র কার্যালয় (ঢাকা) মো. আশিক সাঈদ, পুলিশ সুপার অপরাধ তদন্ত বিভাগ মোহাম্মদ শামসুল হক, উপপুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ঢাকা) মুহাম্মদ মাহাবুবুর রহমান ও পুলিশ সুপার আরআরএফ (চট্টগ্রাম) মো. জাহাংগীর আলমকে বদলি করা হয়।

আইএ

Wordbridge School
Link copied!