• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

৩৪ জেলায় নতুন ডিসি


নিজস্ব প্রতিবেদক:  সেপ্টেম্বর ১০, ২০২৪, ১২:৫১ পিএম
৩৪ জেলায় নতুন ডিসি

ঢাকা: মাঠ প্রশাসনে আরও ৩৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। নতুন করে প্রত্যাহার করা ডিসিদের জায়গায় ৩৪ জনকে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন সচিব সাংবাদিকদের বলেন, ৩৪ জেলা থেকে ডিসি প্রত্যাহার করা হয়েছে এবং নতুন করে ৩৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

জেলাগুলো হলো- মানিকগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, ঝালকাঠি, পিরোজপুর, চুয়াডাঙ্গা, নেত্রকোণা, রাজবাড়ী, জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ, লক্ষীপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, বাগেরহাট, পটুয়াখালী, সুনামগঞ্জ, ভোলা, মেহেরপুর, পঞ্চগড়, যশোর, বরগুনা, নড়াইল, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, বরিশাল, ঠাকুরগাঁও, নরসিংদী ও দিনাজপুর।

এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। গত ২০ আগস্ট এসব জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছিল।

এ নিয়ে দুই দিনে অন্তর্বর্তী সরকার ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিলো।

নতুন ডিসিদের তালিকা নিচে দেওয়া  হলো-

আইএ

Wordbridge School
Link copied!