• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
৮ ডিসির নিয়োগ বাতিল

সচিবালয়ে হট্টগোলের কারণ তদন্তে কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক:  সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৩:১৩ পিএম
সচিবালয়ে হট্টগোলের কারণ তদন্তে কমিটি গঠন

ঢাকা: নতুন নিয়োগ পাওয়া ৫৯ ডিসির মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে। এছাড়া, ৪ জন জেলা প্রশাসককে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে, নিয়োগ ও বদলী চলমান প্রক্রিয়া; বিশ্বাসযোগ্য তথ্যপ্রমানের ভিত্তিতে পদায়ন ও বদলী চলমান থাকবে। 

এদিকে, মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ খতিয়ে দেখতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদের নেতৃতে এক সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, সোম ও মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে দেশের ৫৯ জেলা নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়।নিয়োগ পাওয়া জেলা প্রশাসকদের বেশিরভাগই আওয়ামী শাসনামলের সুবিধাভোগী এবং একজন মন্ত্রীর একান্ত সচিবও রয়েছেন। বির্তকিত কর্মকর্তাদের নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের সচিবালয়ে দিনভর বিক্ষোভ করেছেন বঞ্চিত কর্মকর্তারা।

এসআই/আইএ 

Wordbridge School
Link copied!