ঢাকা: বগুড়ার শেরপুর এবং সভারের আশুলিয়ায় দগ্ধ হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শেরপুরে ৪ জন এবং আশুলিয়ায় শিশুসহ ৩ জন রয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় রাইস ব্রান অয়েল মিলের ট্যাংক বিস্ফোরণে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে।
উপজেলার মজুমদার প্রোডাক্ট লিমিটেডের মালিকানাধীন রাইস ব্রান অয়েল মিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা মো. ইমরান, মোহাম্মদ সাঈদ, মো. রুবেল ও মো. মনির।
বগুড়ার ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে সাভারের আশুলিয়ায় আগুনে পুড়ে এক দম্পতি ও তাদের শিশু সন্তানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত থাকা আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বাড়ির মালিক এম এ হাসান বাচ্চু (৫০), তার স্ত্রী স্বপ্না বেগম (৩২) ও তাদের মেয়ে জান্নাতি (৫)। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বাচ্চুর ছেলে হিমেল (১৮)।
আইএ