ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে শীষ হায়দার চৌধুরীকে এ পদে পদায়ন করা হয়েছে।
শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব হিসেবে শীষ হায়দার চৌধুরীকে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।
এর আগে শীষ হায়দার চৌধুরী অতিরিক্ত সচিবের পদমর্যদায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এআর