• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

আইসিটি বিভাগের নতুন সচিব শীষ হায়দার  


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৭:২৮ পিএম
আইসিটি বিভাগের নতুন সচিব শীষ হায়দার  

ঢাকা:  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে শীষ হায়দার চৌধুরীকে এ পদে পদায়ন করা হয়েছে।

শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব হিসেবে শীষ হায়দার চৌধুরীকে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।

এর আগে শীষ হায়দার চৌধুরী অতিরিক্ত সচিবের পদমর্যদায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এআর

Wordbridge School
Link copied!