ঢাকা : ক্ষমতার পালাবদলে পুলিশের সর্বস্তরে রদবলের ধারাবাহিকতায় এবার অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৪৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ রোববার (১৫ সেপ্টেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ জারি করেছে।
এই কর্মকর্তাদের মধ্যে ১৩ জন অতিরিক্ত জিআইজি এবং ৩২ জন পুলিশ সুপার। বদলি করে তাদের নতুন দায়িত্বে যুক্ত করা হয়েছে।
নেত্রকোণা, বরিশাল, জামালপুর, পঞ্চগড়, গোপালগঞ্জ, শরিয়তপুর, বান্দরবান, রাঙ্গামাটি, লক্ষ্মীপুর, নীলফামারীর পুলিশ সুপারকে সরিয়ে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, মেহেরপুর ও চাঁদপুরে নতুন পুলিশ সুপারকে যুক্ত করা হয়েছে।
এমটিআই
আপনার মতামত লিখুন :