ঢাকা : নির্বাচন ভবনের সার্বিক নিরাপত্তার জন্য অন্যদের সঙ্গে সাংবাদিকদেরও হুমকি মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য অন্যান্য দর্শনার্থীদের মতো নির্বাচন ভবনে সাংবাদিক প্রবেশ ও অবস্থানে কড়াকড়ি আরোপ করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও উপসচিব (চলতি দায়িত্ব) সহিদ আব্দুস ছালাম এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন।
আদেশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের (নির্বাচন ভবন) সার্বিক নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সেবাপ্রত্যাশী, নির্বাচন কমিশন সচিবালয়, আইডিইএ-২ (স্মার্টকার্ড) প্রজেক্ট, ইভিএম প্রজেক্ট, সিবিটিইপি প্রজেক্ট, সেবাদানকারী প্রতিষ্ঠান পিডব্লিউডির কর্মকর্তা/কর্মচারীদের ব্যক্তিগত অতিথি ও সাংবাদিকদের অফিস সময়ের শেষে বিকেল ৫টার পরে নির্বাচন ভবনে অবস্থান ও প্রবেশ না করার জন্য নির্দেশনক্রমে অনুরোধ করা হলো। শুধু মিডিয়া সেন্টার সাংবাদিকদের জন্য খোলা থাকবে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
যেখানে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, সেখানে সাংবাদিকদের নিরাপত্তা হুমকি মনে করে এই ধরনের অফিস আদেশ এবারই প্রথমবারের মতো জারি করল ইসি।
এমটিআই