• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

নিরাপত্তার জন্য সাংবাদিকদের হুমকি মনে করছে ইসি


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৪:৩০ পিএম
নিরাপত্তার জন্য সাংবাদিকদের হুমকি মনে করছে ইসি

ঢাকা : নির্বাচন ভবনের সার্বিক নিরাপত্তার জন্য অন্যদের সঙ্গে সাংবাদিকদেরও হুমকি মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য অন্যান্য দর্শনার্থীদের মতো নির্বাচন ভবনে সাংবাদিক প্রবেশ ও অবস্থানে কড়াকড়ি আরোপ করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও উপসচিব (চলতি দায়িত্ব) সহিদ আব্দুস ছালাম এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন।

আদেশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের (নির্বাচন ভবন) সার্বিক নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সেবাপ্রত্যাশী, নির্বাচন কমিশন সচিবালয়, আইডিইএ-২ (স্মার্টকার্ড) প্রজেক্ট, ইভিএম প্রজেক্ট, সিবিটিইপি প্রজেক্ট, সেবাদানকারী প্রতিষ্ঠান পিডব্লিউডির কর্মকর্তা/কর্মচারীদের ব্যক্তিগত অতিথি ও সাংবাদিকদের অফিস সময়ের শেষে বিকেল ৫টার পরে নির্বাচন ভবনে অবস্থান ও প্রবেশ না করার জন্য নির্দেশনক্রমে অনুরোধ করা হলো। শুধু মিডিয়া সেন্টার সাংবাদিকদের জন্য খোলা থাকবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

যেখানে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, সেখানে সাংবাদিকদের নিরাপত্তা হুমকি মনে করে এই ধরনের অফিস আদেশ এবারই প্রথমবারের মতো জারি করল ইসি।

এমটিআই

Wordbridge School
Link copied!