• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নদীর হিস্যা নিয়ে শিগগিরই ভারত-চীনের সঙ্গে বৈঠক


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০২:৩১ পিএম
নদীর হিস্যা নিয়ে শিগগিরই ভারত-চীনের সঙ্গে বৈঠক

ঢাকা: অভিন্ন নদীতে ন্যায্য হিস্যা নিয়ে শিগগিরই ভারত-চীনসহ উজানের দেশের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে সরকার।  আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে পানি ভবনে এক সেমিনারে এই তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ।

এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, বৃষ্টি ও নদীর পানি বাড়ার তথ্য প্রতিবেশী দেশকে জানানোর রীতি রয়েছে।  একে রাজনৈতিকভাবে দেখা ঠিক হবে না।  ভারতের সঙ্গে এ প্রশ্নে সমঝোতা থাকা জরুরি।

সৈয়দা রিজওয়ানা আরও বলেন, সাম্প্রতিক বন্যায় ভারী বৃষ্টির তথ্য আগে পাওয়া গেলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যেত।  দিল্লির কাছে এসব বিষয় জোরালো ও স্পষ্টভাবে উত্থাপন করতে হবে।

ভাটির দেশে পানির সুষম বণ্টন নিশ্চিতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ও দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থাভুক্ত (আসিয়ান) দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ চান বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান।

এসএস

Wordbridge School
Link copied!