• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১

নিষিদ্ধই থাকছে মহাসড়কে তিন চাকার যান চলাচল


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৫, ২০২৪, ১০:০০ পিএম
নিষিদ্ধই থাকছে মহাসড়কে তিন চাকার যান চলাচল

ঢাকা: সম্প্রতি আইন অমান্য করে জাতীয় মহাসড়কে তিন চাকার যানের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। এই প্রেক্ষিতে জানমালের নিরাপত্তা বিধানে লক্ষ্যে সব জাতীয় মহাসড়কে তিন চাকার যান্ত্রিক ও অযান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ রয়েছে।

এ আদেশ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিআরটিএর এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক নিরাপত্তা বিধানে দেশের সকল মহাসড়কে থ্রি-হুইলার, অটোরিকশা/অটোটেম্পু ও অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া যে সকল স্থানে সিএনজি ফিলিং স্টেশন নেই, উক্ত স্থানগুলোতে চলাচলকারী থ্রি-হুইলার, অটোরিকশা/অটোটেম্পু যাত্রীবিহীন অবস্থায় ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত নিকটস্থ মহাসড়কের পার্শ্বে অবস্থিত সিএনজি ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করতে পারবে। তবে আইন অমান্য করে মহাসড়কে এসব যানবাহন চলাচল করলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এসএস

Wordbridge School
Link copied!