• ঢাকা
  • শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১

আন্দোলনে আহতদের কৃত্রিম অঙ্গ সংযোজনে সহায়তা করবে সরকার


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৩:৪৫ পিএম
আন্দোলনে আহতদের কৃত্রিম অঙ্গ সংযোজনে সহায়তা করবে সরকার

ঢাকা: ছাত্র জনতার আন্দোলনে যারা গুরুতর আহত তাদের কৃত্রিম অঙ্গ সংযোজন দরকার হলে সে বিষয়ে সরকার সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ মো. হেলাল উদ্দিন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব। এর আগে আহতদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক করেন সফররত চীনের মেডিকেল দলের সাথে।

 

এসময় শাহ মো. হেলাল উদ্দিন জানান, জুলাইয়ের ঘটনায় এখন পর্যন্ত ৭০৮ জন নিহত হয়েছেন। আহত প্রায় ২৫ হাজার। চূড়ান্ত তালিকা হতে আরও সময় লাগবে।  সারাদেশ থেকে তালিকা সংগ্রহ করা হচ্ছে। ছাত্র জনতার আন্দোলনে যারা বেশি গুরুতর আহত আছেন এমন ১৫ জনকে প্রয়োজনে তাদের দেশের বাইরে পাঠিয়ে চিকিৎসা করা হবে বলে।

ব্রিফিংয়ে অতিরিক্ত সচিব বলেন, চীনা মেডিকেল টিম দেশে ফিরে গিয়ে সিনিয়রদের সাথে পরামর্শ করে যে সিদ্ধান্ত দেবেন তার ভিত্তিকে চিকিৎসা করবে সরকার।

এসএস

Wordbridge School
Link copied!