• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন ড. ইউনূস


নিজস্ব প্রতিবেদক:  অক্টোবর ২, ২০২৪, ০৬:৩৫ পিএম
রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন ড. ইউনূস

ঢাকা: দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তৃতীয় দফার এ বৈঠক শুরু হবে আগামী শনিবার।

এতে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে তিনি একথা জানান।

তিনি বলেন, আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। এতে ৬ সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে। তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। এছাড়া আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করা হবে।

আইএ

Wordbridge School
Link copied!