• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক:  অক্টোবর ৬, ২০২৪, ০৭:৩৩ পিএম
সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার

ঢাকা: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, আজ বিকেলে ডিবির একটি টিম সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তার সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন।

 

আইএ 

Wordbridge School
Link copied!