Menu
ঢাকা: চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে ২০ হাজার ভিসা ইস্যুর আশ্বাস দিয়েছে ইতালি। মঙ্গলবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
এর আগে ইতালির ভিসা প্রার্থী প্রতিনিধিদের সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ভিসা দেওয়া বা না দেওয়া একটি দেশের সার্বভৌম অধিকার। কিন্তু অনেকদিন ধরে আটকে আছে তার মধ্যে ২০ হাজার কেইস ক্লিয়ার হয়েছে রোম থেকে। যে কেইসগুলো ক্লিয়ার হয়েছে সেগুলো ডিসেম্বরের মধ্যেই সবগুলো ভিসা দিয়ে দেবে। বাকিগুলোর জন্যও চেষ্টা করা হচ্ছে, দেখা যাক কতটুকু করা যায়।
উপদেষ্টা বলেন, ভিসা প্রার্থীরা যদি মিছিল-মিটিং বা ঘেরাও করেন তাতে কোনো লাভ হবে না। তারাও একমত হয়েছেন যে এমনটা করে ভালো কিছু হবে না।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT