• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
ইবিতে মাহমুদুর রহমান

দেশের এক নম্বর জঙ্গি সংগঠন ছাত্রলীগ


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অক্টোবর ১০, ২০২৪, ০১:৪৫ পিএম
দেশের এক নম্বর জঙ্গি সংগঠন ছাত্রলীগ

কুষ্টিয়া: ছাত্রলীগকে দেশের এক নম্বর জঙ্গি সংগঠন বলে মন্তব্য করেছেন ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, বাংলাদেশে যদি কোন জঙ্গী কিংবা সন্ত্রাসী সংগঠন থেকে থাকে তাহলে তার এক নম্বর বাংলাদেশ ছাত্রলীগ। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) টিএসসির করিডোরে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

 

তিনি বলেন, মনে রাখতে হবে এ দেশে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ভারতীয় হেজেমনির পতন হয়নি। সুতরাং তোমাদেরকে ভারতীয় হেজিমনির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। যতদিন এ দেশে ভারতীয় হেজিমনির পতন না হবে ততদিন বিপ্লব সাধিত হবে না। 

ড. মাহমুদুর রহমান বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার দিল্লির এজেন্ট হিসেবে এ দেশকে শাসন করেছে। এ দেশে ইসলামকে ধ্বংস করতে চেয়েছে। ধ্বংস করে ফেলেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। বিপ্লব হয়েছে দুই মাসও হয়নি অথচ আমরা হাসিনার অপশাসন ভুলতে বসেছি। এটা খুবই দুঃখজনক। শেখ হাসিনার অপশাসন, দুঃশাসনকে স্মরণ করাতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

 

তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবকে সফল করতে আমাদের বুদ্ধিবৃত্তিক সংগ্রাম চালিয়ে যেতে হবে। সোশ্যাল মিডিয়ায় আমাদের এ আন্দোলনকে তরান্বিত করতে সবচাইতে বেশি সহযোগিতা করেছে। ফ্যাসিস্ট সরকারের দোসর এবং দালাল ছিল মেইনস্ট্রিম মিডিয়া। মনে রাখতে হবে এই সরকার বিফল হলে আবারো ভারতীয় কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হবে। সুতরাং এ সরকারের সমালোচনার পাশাপাশি এ সরকারকে টিকিয়ে রাখতে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। সরকার যেন বিপদগামী না হয় সেদিকে নজর রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও আমার দেশ পত্রিকার নগর সম্পাদক এম. আব্দুল্লাহ, এবি পার্টির যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. মেজর আব্দুল ওয়াহাব মিনার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম প্রমুখ।

এসএস

Wordbridge School
Link copied!