• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

রাস্তা না আটকে সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলনের পরামর্শ উপদেষ্টার


নিজস্ব প্রতিবেদক:  অক্টোবর ২২, ২০২৪, ০২:৫৬ পিএম
রাস্তা না আটকে সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলনের পরামর্শ উপদেষ্টার

সোহরাওয়ার্দী উদ্যান। ফাইল ছবি:

ঢাকা: অন্তর্বর্তী সরকারের কাছে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাস্তা আটকে আন্দোলন না করে সোহরাওয়ার্দী উদ্যানে করার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে নিয়মিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা। 

উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে দাবি-দাওয়া নিয়ে আন্দোলন বা কর্মসূচির বিষয়গুলো রাস্তা আটকিয়ে না করে সোহরাওয়ার্দী উদ্যানে করার পরামর্শ এসেছে।

পাশাপাশি দাবি-দাওয়াগুলো লিখিত আকারে সরকারের কাছে দেওয়া এবং সরকারের একটি সুনির্দিষ্ট কমিটি করে দেওয়া, যারা এগুলো রিসিভ করবে এবং ব্যবস্থা নেবে।

আইএ

Wordbridge School
Link copied!