Menu
ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ সদস্যের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। হাসনাত আবদুল্লাহকে নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব করা হয়েছে আরিফ সোহেলকে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
নতুন আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক করা হয়েছে আব্দুল হান্নান মাসুদকে এবং উমামা ফাতিমাকে মুখপাত্র করা হয়েছে।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের জানান, এই দল কখনো রাজনৈতিক দল হিসেবে আবির্ভাব হবে না।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহবায়ক কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, মুজিববাদী শক্তিকে মূলোৎপাটনে লড়াই অব্যাহত থাকবে। মুজিববাদী মিডিয়া ছাড়া বেশিরভাগ মিডিয়া শিক্ষার্থীদের সমর্থন দিয়েছে বলে জানান তিনি।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT